ত্রিপলি: লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর হামলায় শিশুসহ অসংখ্য লোক নিহত হয়েছেন। মেশিন গান এবং ভারি অস্ত্র নিয়ে সেনাবাহিনী দেশটির বেঙ্গহাজি শহরে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সর্বশেষ পাওয়া খবরে নিহতের সংখ্যা ১৭৩ জন বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। নিহতের সংখ্যা ৮৪ বলে শনিবার সংস্থাটি থেকে জানা যায়।
সেনাবাহিনী উঁচু ভবনের ছাদ থেকে গুলি চালালে বিক্ষোভকারীরা নিচ থেকে এর পাল্টা জবাব দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তিনি এবং তার সহকর্মীরা শত শত আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন বলে স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানান।
বেঙ্গহাজি এবং আল- বাইদাদ শহর সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সাংবাদিক সূত্রে জানা যায়। তবে রাজধানী ত্রিপলি থেকে এখনও বড় ধরনের কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
১৯৬৯ সালে এক সামরিক অভ্যুথানের মধ্য দিয়ে কর্নেল মুয়ামের গাদ্দাফি তেল সমৃদ্ধ দেশ লিবিয়ার শাসন ক্ষমতা দখল করেন এবং তিনিই আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা কোনো নেতা।
গণতন্ত্রের দাবিতে তিউনিসিয়া, মিশরের সরকারের পতনের পর লিবিয়াতেও সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘন্টা, ফেব্রুয়ারি ২০,২০১১