ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোয় হাজার হাজার মানুষের পরিবর্তনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
মরক্কোয় হাজার হাজার মানুষের পরিবর্তনের দাবি

রাবাত: রাজনৈতিক সংস্কার ও বাদশাহর ক্ষমতা সীমিত করার দাবিতে মরক্কোর বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। পরিবর্তনের দাবিতে রোববার থেকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশটিতে ব্যপাক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।



মরক্কোর রাজধানী রাবাতে দুই হাজারের বেশি মানুষ জড়ো হন। এসময় তারা ‘জনগণ পরিবর্তন চায়’ বলে স্লোগান দেন।   তবে বিক্ষোভকারীর সংখ্যা ৪ হাজার বলে এর আয়োজকরা জানান।

উত্তর আফ্রিকার এ দেশটির সবচেয়ে বড় শহর কাসাব্লাঙ্কায় স্বাধীনতা, ন্যায়বিচার এবং যথাযথ সম্মানের দাবিতে এক হাজারেরও বেশি মানুষ রাস্তায় নেমে আসেন।

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের সাহায্যে ঐক্যবদ্ধ এসব বিক্ষোভকারী বিস্তৃতভাবে রাজনৈতিক সংস্কারের দাবি জানান।

‘ফেসবুক বিপ্লব’ নামে এরইমধ্যে পরিচয় পাওয়া এসব বিক্ষোভে তিউনিসিয়া ও মিশরে দশক ব্যাপী শাসনের অবসান হয় এবং বাহরাইন, ইয়েমেন, আলজেরিয়া, লিবিয়া এবং মরক্কোতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।