তিউনিস: তিউনিসিয়ায় রূপান্তরিত সরকার প্রধান মোহাম্মদ ঘানাওচির পদত্যাগের দাবিতে রোববার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করেছেন।
বিক্ষোভকারীরা এ সময় ‘জনগণ ঘানাওচি সরকারের পদত্যাগ চায়’ বলে স্লোগান দিচ্ছিলেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলিকে ক্ষমতা থেকে উৎখাতের আগে ১৯৯৯ সাল থেকে ঘানাওচি তার অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
বেন আলির উৎখাতের পর গত ১৭ জানুয়ারি ঘানাওচি জাতীয় ঐক্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও এতে সাবেক প্রেসিডেন্টের অনেক মন্ত্রীকেই বহাল রাখা হয়। এটাই মূলত তিউনিসিয়ার বর্তমান বিক্ষোভের মূল কারণ।
বিক্ষোভকারীদের মধ্যে এক শিক্ষিক সামিয়া মাহফুদা বলেন, ‘আমরা ঘানাওচির সরকারের বিপক্ষে। কারণ এটা বেন আলির দল এবং এর মধ্য দিয়ে কোনো পরিবর্তনই সম্ভব নয়। ’
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১