বেনগাজি: লিবিয়াতে গণবিক্ষোভের স্বতঃস্ফুর্ততা এবং সামরিক বাহিনীর সহিংস আচরণ সেদেশর রাজনৈতিক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর মেশিনগানের গুলিতে বহু হতাহতে ঘটনা দেশটিকে অনিশ্চিতের দিকে নিয়ে যাচ্ছে।
এক দীর্ঘ টেলিভিশন বক্তৃতায় শনিবার তিনি তার এ আশঙ্কার কথা তুলে ধরেন। রাজধানী ত্রিপোলিতে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ শুরুর পর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ভবিষ্যত উত্তরাধিকার এই প্রথম মুখ খুললেন। তবে তিনি বিক্ষোভকারীদের কোন সমালাচনা করেন নি বরং যথাযথ রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বক্তৃতায় তিনি বলেন, গত কয়েক দিনে সেনাবাহিনী এবং পুলিশ ভুল করেছে। তবে গণমাধ্যমে যে মৃতের সংখ্যা দাবি করা হয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে কম হবে বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে লিবিয়াতে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত কয়েকদিনে নিহতের সংখ্যা ১৭৩ জন।
গাদ্দাফিপুত্র সাইফ আরো অভিযোগ করেন, বিরোধীদলগুলো এবং বাইরের কিছু লোক লিবিয়াকে ভেঙে ুদ্র ুদ্র রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে বিদ্রোহ উস্কে দিচ্ছে। যদি তারা সফল হয় তাহলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে এবং আমাদের জীবনযাত্রার মান ব্যাপকভাবে নেমে যাবে।
তিনি বিদেশি গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন তাদের অতিরঞ্জিত খবর বিক্ষোভকে আরও উস্কে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১