ঢাকা: লিবিয়ার প্রায় ৫০০ নাগরিক রাজধানী ত্রিপোলিতে নির্মাণাধীন স্থাপনায় সোমবার হামলা চালালে বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। খবর এএফপির।
এ সময় দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ওই স্থাপনায় প্রায় ১৬০০ বাংলাদেশি ছিলেন বলে এএফপি জানিয়েছে। তবে হামলায় আহত হয়েছে ১৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ছুরিকাহাত দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থাপনাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৩০ কিলোমিটার দূরে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাইক জু-হিয়োনের উদ্ধতি দিয়ে একই তথ্য জানিয়েছে। ওই স্থাপনায় ৪০ থেকে ৫০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন।
লিবিয়ায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জো দায়ে-সিক এ মুহূর্তে জরুরি কাজে সিউলে অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার তিনি লিবিয়ায় ফিরছেন বলে জানা গেছে।
১৯৭৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান লিবিয়ার কয়েকশ নির্মাণ প্রকল্পে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১