ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতি হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
আফগানিস্তানে আত্মঘাতি হামলায় নিহত ৩১

কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি অফিসের সামনে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর এপি ও এএফপির।

কুনদুজ প্রদেশের ইমাম সাহিব জেলায় সোমবার দুপুরে এক ব্যক্তি শরীরে বাঁধা বোমা ফাটিয়ে নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

জেলা পুলিশপ্রধান আবদুল কাইয়ুম ইবরাহিমী জানান, সরকারি কার্যালয় থেকে দুপুরে পরিচয়পত্র বিতরণ করা হচ্ছিল। এমন সময় বিস্ফোরণটি ঘটে। ওই ভবনে জেলা পুলিশের কার্যালয়ও অবস্থিত। হামলায় উভয় কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘ভবনের সামনে পরিচয়পত্র নিতে আসা লোকজনের উপচে পড়া ভিড় ছিল আজ (সোমবার)। বিস্ফোরণে কতো হতাহত হয়েছে তার সঠিক সংখ্যা বলা মুশকিল। ’

কুনদুজ এলাকায় তালিবান, আল-কায়েদা, হাক্কানি নেটওয়ার্ক এবং হিজব-ই-ইসলামের মতো জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কুনদুজ এবং উত্তরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ভেঙে গেছে।

চলতি মাসের প্রথম দিকে আরেকটি আত্মঘাতি হামলায় কুনদুজ প্রদেশের চাহার দারা জেলাপ্রধান নিহত হন। জঙ্গি অধ্যুষিত এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যাটো আরও সৈন্য পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।