বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে একটি পুলিশ স্টেশনে সোমবার এক আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।
নয়দিন আগে আল-আসকারি শহরে শিয়া তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার পর রাজধানীর উত্তরাঞ্চলীয় শহর সামারায় সংঘটিত বড় ধরনের হামলা এটি। ওই হামলায় ৩৬ জন নিহত হয়েছিলেন।
দু’জন পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সকালে হামলাটি ঘটে। এতে কমপক্ষে ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সামারার প্রাদেশিক কাউন্সিলের সদস্য নিয়াজ ওগলো জানান, শিয়া তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে দু’সপ্তাহ আগে পুলিশের এই ব্যাটেলিয়নকে এখানে আনা হয়েছিল। ইরাকে অবস্থানরত আল-কায়েদার একটি গ্রুপ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি।
সামারায় অবস্থিত স্বর্ণগম্বুজ বিশিষ্ট মসজিদ শিয়াদের একটি পবিত্র স্থান। ২০০৬ সালে আল-কায়েদার হামলায় এটি ধ্বংসপ্রাপ্ত হলে ইরাকজুড়ে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১