ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
ভারতে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগ

নয়াদিল্লি: বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে ও মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে ভারতে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আলি আল-এসাবি পদত্যাগ করেছেন। খবর আইএএনএসের।



বিবিসির আরবি ভাষার শাখায় প্রকাশিত খবরে বলা হয়, আলি আল-এসাবি তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিদেশি ভাড়াটে সেনাদের মোতায়েনরও অভিযোগ করেন।

এ ব্যাপারে নয়াদিল্লিতে লিবিয়ার দূতাবাসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করতে অস্বীকার করেন বলে আইএএনএসের খবরে বলা হয়েছে।

এরইমধ্যে চীনের জ্যেষ্ঠ কূটনীতিক হোসেন সাদিক আল মুসরাতি সোমবার পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি দেশের চলমান সংকটে সেনাবাহিনীকে হস্তক্ষেপ আহ্বান জানান। আলজাজিরা এ খবর প্রকাশ করে।

সোমবার লিবিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।