ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে জাদুঘরে পর্যটক ফেরানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
মিশরে জাদুঘরে পর্যটক ফেরানোর উদ্যোগ

কায়রো: মিশরে ১৮ দিনব্যাপী চলা গণঅভুত্থানে ফলে বন্ধ হয়ে যাওয়া জাদুঘর এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলো আবার খুলে দিতে শুরু করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।



পর্যটকরা কায়রোর জাদুঘরে আসতে শুরু করেছে। এই জাদুঘরেই তুতেনখামেনের সোনার আবক্ষ মূর্তি রয়েছে।  

জাদুঘরটির অবস্থান বিপ্লবের কেন্দ্রবিন্দু তাহরির স্কয়ারেই। মিশরীয় জনতা এখানেই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটায়।

গণ অভ্যুত্থানের ফলে দেশটির পর্যটন খাতে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। বার্তাসংস্থা রয়টার্স জানায়, জাদুঘরের গ্যালারিগুলো রোববার খোলার পর কার্যত জনশূন্য ছিল।

জাদুঘরের পরিচালক তারেক আল আওয়াদি জানান, তুতেখামেনের মূর্তি চুরি হয়ে গেছে অথবা সেখানে মাত্রাতিরিক্ত চুরির ঘটনা ঘটছে এমন গুজবের অবসান ঘটাতে জাদুঘর খোলা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।