ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদান: বশির আর নির্র্বাচনে দাঁড়াবেন না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

খারতুম: সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির পরবর্তী নির্বাচনে দাঁড়াচ্ছেন না বলে সোমবার তার দল ন্যাশনাল কংগ্রেস পার্টির এক কর্মকর্তা জানান।

আরব বিশ্বের রাজনৈতিক অস্থিরতার কারণে তার দেশকে চাপমুক্ত রাখার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।



রাবি আবদুল আতি এএফপিকে বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত করে বলছি, প্রেসিডেন্ট বশির পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না। তিনি এই পদের জন্য অন্য ব্যক্তিকে সুযোগ দিবেন।
 
তবে তিনি চাপের মুখে নেই। আরব বিশ্বের পরিবর্তনের সঙ্গে এ সিদ্ধান্ত সম্পর্কিত না। এটা নির্বাচনী কৌশল যার ফলে এনসিপির অন্য সদস্যদের অংশ নেওয়ার ক্ষেত্র বাড়বে।

এক সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে বশির ১৯৮৯ সালে ক্ষমতায় আসেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও গত বছর এপ্রিলের নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।