বামাকো: ইসলামের ধর্মীয় নেতা (ইমাম)-র ওসমান মাদানির আলোচনা শুনতে এবং তাঁর কাছে যাওয়ার জন্য হুড়োহুড়িতে মালির একটি স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩৬ জন মারা গেছে। আহত হয়েছে ৭০ জন।
সোমবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। তারা ধর্মীয় নেতার সান্নিধ্য পাওয়ার আশায় বিশাল জমায়েতের শুরুতে বসেছিলেন।
২৫ হাজার মানুষের বিশাল জমায়েতে ওসমান মাদানি বিশ্ব মুসলিমের শান্তি কামনায় দোয়া করার সময় উপস্থিত জনগণ নেতার সান্নিধ্য লাভের জন্য তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থালে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা আহতদের হাসপাতালে স্থানান্তর করেন।
এর আগে গত বছর মহানবী হযরত মুহাম্মাদ (স.)-এর জন্মদিন পালনের জমায়েতে পদপিষ্ট হয়ে তিমবুকতুতে ২৬ জন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১