ক্রিস্টচাজ: নিউজিল্যান্ডের ক্রিস্টচার্জ শহরে ভয়বিহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন।
সিএনএন তার খবরে বলেছে ভূমিকম্পের পর বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ক্রিস্টচার্জের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।
বিভিন্ন গণমাধ্যমে দেখানো টেলিভিশনে সম্প্রচারিত খবরে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এই একই শহরে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১