ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, ফেব্রুয়ারি ২২, ২০১১
নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি

ক্রিস্টচাজ: নিউজিল্যান্ডের ক্রিস্টচার্জ শহরে ভয়বিহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন।

এছাড়াও দেশটির সড়ক ও অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

সিএনএন তার খবরে বলেছে ভূমিকম্পের পর বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ক্রিস্টচার্জের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।

বিভিন্ন গণমাধ্যমে দেখানো টেলিভিশনে সম্প্রচারিত খবরে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এই একই শহরে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।