ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভূমিকম্পে নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১
নিউজিল্যান্ডে ভূমিকম্পে নিহত ৬৫

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মঙ্গলবার রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। খবর এএফপির।



দেশটির প্রধানমন্ত্রী জন কি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি ৬৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। এটা এ শহরের জন্য, নিউজিল্যান্ডের জন্য এবং আমরা যাদের ভালোবাসি তাদের জন্য চরম বিয়োগান্তক ঘটনা। ’

বিবিসি জানায়, সোমবার গ্রিনিচ সময় ২৩৫১টায় শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এর কেন্দ্র ছিল ৫ কিলোমিটার গভীরে। এতে রাস্তাঘাট, ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকলকর্মীরা জানিয়েছে, বিভিন্ন ভবনে অসংখ্য মানুষ আটকে রয়েছেন। এ ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ গত বছর সেপ্টেম্বরে সংঘটিত ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে।

স্কাইনিউজ টেলিভিশনে সম্প্রটারিত দৃশ্যে দেখা গেছে, মঙ্গলবারের ভূমিকম্পে ক্রাইস্টচার্চ শহরের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিভিন্ন শহরে অসংখ্য মানুষ আটকে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাইন গোল্ড গিনেস ভবনে এখনো ৩০ আটকে আছে।

ক্রাইস্টচার্চ শহরের মেয়র বব পার্কার বলেন, তিনি শহরের কাউন্সিল ভবনের সবচেয়ে ওপরের তলায় ছিলেন। ভূমিকম্প আঘাত হানার তিনি ছিটকে পড়েন। তিনি বলেন, ‘রাস্তায় নেমে দেখি, হতভম্ব লোকজন দাঁড়িয়ে আছে, ছোটাছুটি করছে। ’

নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘আগুনের গোলা’ হিসেবে পরিচিত দক্ষিণের প্রান্তে অবস্থিত। দেশটিরে ১৪ হাজারের বেশি ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে গড়ে ২০টা ভূমিকম্প রিখটার স্কেলে ৫ মাত্রা ছাড়ায়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।