ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়া সংকট নিয়ে বসছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ফেব্রুয়ারি ২২, ২০১১
লিবিয়া সংকট নিয়ে বসছে জাতিসংঘ

লসঅ্যাঞ্জেলেস: লিবিয়ার চলমান সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ তথ্য জানান।



মুন বলেন, এর আগে তিনি লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে দীর্ঘ ৪০ মিনিট ফোনালাপে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।

এর আগে তিনি মুন গাদ্দাফির প্রতি বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও দেশের জনগণের মানবাধিকার রক্ষা এবং মিছিল-সমাবেশ করার স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানান।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি বলেন, সাধারণ জনগণের ওপর এ ধরনের হামলা প্রমাণিত হলে তা হবে লিবিয়ার সংবিধানের আন্তর্জাতিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন।

দীর্ঘ ৪১ বছর ক্ষমতায় থাকা গাদ্দাফির অপসারণের দাবিতে জনগণ বিক্ষোভ করছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার শতাধিক আন্দোলনকারী নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।