নয়াদিল্লি: বিরোধীদের চাপে শেষ পর্যন্ত টেলিকম দুর্নীতি তদন্তে বহুদলীয় তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চলতি সংসদীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের উদ্দেশে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে মনমোহন বলেন, ‘সংসদ কার্যকর না হলে আমরা কোন পরিস্থিতির মোকাবেলা করতে পারব না। এ বিশেষ অবস্থায় সরকার একটি বহুদলীয় সংসদীয় তদন্ত কমিটি গঠনে সম্মত হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সব ধরনের দুর্নীতির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। ’
পার্লামেন্টের গত অধিবেশন বিরোধী দলগুলোর প্রতিবাদ ও বারবার তদন্তের দাবির মুখে অনেকটা অকার্যকর হয়ে যায়। তা সত্ত্বেও বারবার তিনি বিরোধীদের এ দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন।
২০০৮ সালে টেলিকম লাইসেন্স বিক্রয় দুর্নীতিতে রাষ্ট্রের প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা ২জি (দ্বিতীয় প্রজন্ম) টেলিকমের লাইসেন্স বিক্রয়ে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে।
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এ দুর্নীতির তদন্তকাজ ইতিমধ্যে পুলিশ শুরু করে দিয়েছে। এখন সর্বদলীয় সংসদীয় কমিটিও তাদের সঙ্গে যোগ দিবে। এ কমিটির মেয়াদকাল কয়েক মাসও হতে পারে বলে জানা গেছে।
দুর্নীতির মূল হোতা মন্ত্রী রাজা গত নভেম্বরে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি কারাগারে অন্তরীণ রয়েছেন। এ দুর্নীতির বিষয়ে ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী অনিল আম্বানিকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১