কারাকাস: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বৃহস্পতিবার লিবিয়ার ‘স্বাধীনতা’র প্রশংসা করেছেন। একইসঙ্গে দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মের গাদ্দাফি গৃহযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
ভেনিজুয়েলার নেতা এক টুইটার বার্তায় বলেন, ‘লিবিয়া এবং এর স্বাধীনতা দীর্ঘজীবী হোক। গাদ্দাফি গৃহযুদ্ধের মুখোমুখি। ’
লিবিয়ায় ১৫ ফেব্রুয়ারি থেকে অব্যাহতভাবে চলা বিক্ষোভ সম্পর্কে এবারই প্রথম তার প্রতিক্রিয়া জানালেন শ্যাভেজ।
লাতিন আমেরিকায় শ্যাভেজ গাদ্দাফির প্রধান মিত্র। উভয় নেতাই নিয়মিত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনসম্মুখে বিভিন্ন মন্তব্য করে থাকেন। সম্প্রতি উভয় নেতাই দুই দেশ সফর করেছেন।
তাদের সম্পর্ক এতটাই জোরদার যে বিক্ষোভের কারণে গাদ্দাফি দেশ ছেড়ে ভেনিজুয়েলায় পালিয়ে গেছেন বলে সোমবার দাবি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এছাড়া লাতিন আমেরিকা থেকে এ পর্যন্ত নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওতের্গাই খোলাখুলিভাবে গাদ্দাফিকে সমর্থন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১