ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জরুরি অবস্থা তুলে নেওয়ায় আলজেরিয়াকে ওবামার প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১১
জরুরি অবস্থা তুলে নেওয়ায় আলজেরিয়াকে ওবামার প্রশংসা

ওয়াশিংটন: আলজেরিয়ায় ১৯ বছর ধরে জারি করা জরুরী অবস্থা তুলে নেওয়ায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে বৃহস্পতিবারের এ ঘটনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।



হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওবামা এ সিদ্ধান্তকে সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

একইসঙ্গে ভবিষ্যতে আলজেরিয়ার সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত মাসে আলজেরিয়াতে সংগঠিত প্রথম সরকার বিরোধী বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট আবদেলাজিজ বুয়েতেফিকা জরুরি অবস্থা তুলে নেয়ার নির্দেশ দেন। আরব বিশ্বে সংগঠিত এবং চলমান সরকার বিরোধী বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে দেশটিতে এ বিক্ষোভ সংঘটিত হয়।

আলজেরিয়াতে ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের প্রতিবাদ করে মুসলিম পন্থ’ীরা গেরিলা যুদ্ধ শুরু করে। এসময় তা দমনে ১৯৯২ সালে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।