পেশোয়ার: পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে শুক্রবার এক জঙ্গি হামলায় ন্যাটো বাহিনীর ১১টি জ্বালানী ট্যাঙ্ক বিধ্বস্ত এবং ৪ জন নিহত হয়েছেন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রায় ২৫ জনের বেশী জঙ্গি পেশোয়ার শহরের প্রত্যন্ত অঞ্চলের আইন শৃঙ্খলাহীন অধিবাসী অধ্যুষিত এলাকায় এ হামলা চালায়।
জঙ্গিরা এ সময় আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া ১৮টি ট্যাঙ্কারের মধ্যে ১২টি ট্যাঙ্কারে বোমা স্থাপন করেন। তবে এর মধ্যে ১১টি ট্যাঙ্কার বিস্ফোরিত হয় বলে পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ শাহ বার্তাসংস্থা এএফপিকে জানান।
এ সময় তাদের প্রতিহত করার চেষ্টা করলে জঙ্গিরা দুজন নিরাপত্তারক্ষী ও দুজন চালককে গুলি করে হত্যা করেন। এছাড়া আরও এক চালক আহত হন বলেও জানান তিনি।
হামলাকারীদের সবাই জঙ্গি ছিল বলে শাহ নিশ্চিত করলেও তাদের দল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ট্যাঙ্কারগুলো জ্বলে যাওয়ার পর জঙ্গিরা পালিয়ে যান বলে অপর জেষ্ঠ্য পুুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইজাজ জানান।
এছাড়া ঘটনাস্থলে থাকা এএফপির একজন সাংবাদিকও ট্যাঙ্কার জ্বলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় ১৪৩৭ ঘন্টা,ফেব্রুয়ারি ২৫, ২০১১