ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন মোয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গাদ্দাফি সর্ম্পকে ওবামা বলেন, ‘তিনি নিজ দেশের জনগণের উপর হামলা চালিয়েছেন। আর এজন্যই গাদ্দাফি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন’।
হোয়াইট হাউস জানিয়েছে, লিবিয়ার জনগণের বিক্ষোভ এবং সাম্প্রতিক পরিস্থিতিতে গাদ্দাফির পদত্যাগ এবং বিশ্ব নেতাদের করণীয় নিয়ে ওবামা জার্মান চেন্সেলর এঞ্জেলে মার্কেলের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। ওবামা ফোনে সরাসরি গাদ্দাফির ক্ষমতা ছাড়ার দাবি জানান এবং মার্কেলকে এ বিষয়ে মধ্যস্ততার আহ্বান জানান।
ওবামা বলেন, একজন নেতার জনগণের বিক্ষোভের পর ক্ষমতা আকড়ে থাকা ঠিক নয়। তার উচিৎ দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা ত্যাগ করা।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১