ম্যানিলা: ফিলিপাইনে এক দল সেনার উপর অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সপ্তাহান্তে দেশটিতে মানবাধিকার মিশনে থাকা এসব সেনার উপর হামলা করা হয় বলে এক সেনা কর্মকর্তা রোববার জানান।
শনিবার সেনা দলটি ফিলিপাইনের আইফুগাওয়ের উত্তর প্রদেশের একটি ঘূর্ণিঝড় বিধ্বস্ত গ্রামে যাওয়ার সময় এ হামলা সংঘটিত হয়। আাঞ্চলিক সেনা মুখপাত্র কর্ণেল মিগুয়েল পুয়ায়ো সাংবাদিকদের এ তথ্য জানান।
পুয়ায়ো বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা সেনা দলটির উপর পাঁচ মিনিট ধরে গুলি চালায়। এ সময় তিন সেনা নিহত ও চারজন আহত হন। ’
হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
কোনো পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা না হলেও কমিউনিস্ট গেরিলারা প্রায় এক দশক থেকে এ এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। সেনাবাহিনী থেকে এ বিদ্রোহীদের প্রায়ই ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময় ১৭৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১