ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৬ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৮, ফেব্রুয়ারি ২৭, ২০১১

পাটনা: ভারতের বিহার রাজ্যে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক যুদ্ধে ছয় সন্দেহভাজন গেরিলা নিহত হয়েছেন। মাওবাদীদের খোঁজে বনে সেনাবাহিনী অভিযান চালালে রোববার হতাহতের এ ঘটনা ঘটে।



একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজ্যবর্ধন শর্মা বার্তাসংস্থা এএফফিকে বলেন, ‘বাঙ্কা জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর হাতে ছয় জঙ্গি নিহত হন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ’

ভারতে ২০১০ সালে মাওবাদী বিদ্রোহীদের সহিংসতা বেড়ে যায়। এসব সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৬৯ জন নিহত হয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের দেওয়া এক হিসাবে জানা যায়।  
 
গত সপ্তাহে মাওবাদী বিদ্রোহীরা উড়িষ্যার দুই সরকারি কর্মকর্তাকে মুক্তি দেন। রাজ্য সরকারের সঙ্গে পাঁচ মাওবাদীর মুক্তি সংক্রান্ত এক বিতর্কিত চুক্তির পরিপ্রেক্ষিতে তাদের মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৮০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।