ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪৭ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে এবং বাকি ৫০ জনেরও বেশি মানুষের নিহতের বিষয়টি নিশ্চিত নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে নিহতের সংখ্যা ১৪৬ জন এবং ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে পুলিশ জানিয়েছিলো। একইসঙ্গে এ বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ জনে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে নিখোঁজদের মধ্যে অনেকের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে জেলা প্রধান ডেভ কিফ জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৪৭ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। তবে নিখোঁজদের মধ্যেও অনেকের মৃত্যু হয়েছে বলেও আমরা নিশ্চিত। তবে ৫০ জনকে এখনও তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়নি। ’
মঙ্গলবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে পৌঁছানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, তবে এ সংখ্যা সম্ভাবনার থেকেও আরেকটু বেশি। তবে নিশ্চিত করে বলাটা খুবই কঠিন। আমরা এখনও নিখোঁজদের উদ্দেশ্যে সন্ধান চালিয়ে যাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১