সানা: প্রতিটি রক্ত বিন্দু দিয়ে তিন দশকের রাজত্ব রক্ষার অঙ্গীকার করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ। একইসঙ্গে দেশকে বিভক্ত করার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা প্রতিবাদ করছেন বলেও রোববার অভিযোগ করেন তিনি।
সালেহর সরকারের পতনের দাবিতে দুই সপ্তাহ ধরে দেশটিতে অব্যাহত বিক্ষোভ সত্ত্বেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান তিনি।
সালেহর বরাত দিয়ে সাবা জানায়, ‘এটি ইয়েমেনের সংহতি ও ভূখন্ডের অখন্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র। সেনাবাহিনীর সহায়তায় আমরা দেশের অখন্ডতা রক্ষায় শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যাবো। ’
‘আমরা গণতান্ত্রিক উপায়ে সব রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ জটিলতা সমাধানের চেষ্টা করে আসছি। কিন্তু এর সবই ব্যর্থ হয়েছে। ’
তবে এরই মধ্যে ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন না বলে সালেহ অঙ্গীকার করেন।
এদিকে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হন বলে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
তবে নিহতের সংখ্যা ২৭ বলে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল থেকে দাবি করা হয়। এর মধ্যে প্রতিদিন গড়ে তিন জনের মৃত্যু হচ্ছে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১