ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিক্ষোভকারীদের ‘জাতীয় পরিষদ’ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
লিবিয়ার বিক্ষোভকারীদের ‘জাতীয় পরিষদ’ গঠন

বেনগাজি: লিবিয়ার বিক্ষোভকরীদের নেতারা রোববার অর্ন্তবর্তকালীন জাতীয় পরিষদ গঠন করেছেন। দেশটির স্বৈরশাসক মুয়াম্মের গাদ্দাফির বিরোধীদের দখল করা শহরগুলোতে এ পরিষদ গঠন করা হয় বলে এক মুখপাত্র জানিয়েছেন।



এক সংবাদ সম্মেলনে আব্দেল হাফিজ ঘোকুয়া বলেন, ‘লিবিয়ার মুক্ত সব শহরেই জাতীয় পরিষদ গঠনের বিষয়টি ঘোষণা করা হয়েছে। এ পরিষদ রূপান্তরিত লিবিয়ার মুখপাত্র। ’

নতুন এ পরিষদের গঠন কাঠামো ও কার্যাবলি নির্ধারণে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাচনের আগে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বলে শনিবার আল- জাজিরা টেলিভিশনকে সাবেক বিচারক মুস্তাফা আব্দেল জলিল জানান। গত সোমবার তিনি গাদ্দাফির সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।