হোনিয়ারা: সলোমন দ্বীপপুঞ্জে সোমবার রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় দেশ সলোমন দীপপুঞ্জের রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ১৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে। গ্রিনিচ সময় ০০০৯ টায় ভ’মিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ভুপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার।
সলোমন দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যতদূর জানা গেছে আমাদের কাছে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি’।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১