ইয়াঙ্গুন: আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের জান্তা ‘বিলুপ্ত’ করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। এই ঘোষণার আগে বুধবার দেশটিতে নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
দেশটির সেনাবাহিনীর নতুন প্রধান প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বলে বুধবার আরেকটি সূত্রে জানা যায়। এর মধ্য দিয়ে নতুন কেউ জান্তাপ্রধানের স্থলাষিভিক্ত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
জান্তাসমর্থিত দল স্টেট পিস অ্যান্ড ডেভলোপমেন্ট কাউন্সিলের (এসপিডিসি) এবং থান শয়ের স্বাক্ষর করা একটি নির্দেশনার বরাত দিয়ে টেলিভিশনের সংবাদে বলা হয়, ‘পরবর্তী সরকার শপথ নেওয়ার পর এসপিডিসি বিলুপ্ত ঘোষণা করা হলো। ’
১৯৯২ সাল থেকে শক্ত হাতে দেশ শাসন করা থান শয়ে এসপিডিসির চেয়ারম্যান বলে উল্লেখ ওই সংবাদে।
কারণ দেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল মিন অ্যাং হালিং শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তবে এখনও পর্যন্ত এ পদে থান শয়ে অধিষ্ঠিত আছেন বলে এক কর্মকর্তা জানান। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তার (মিন অ্যাং হালিং) এ পদে অধিষ্ঠিত হওয়াটা এখনও নিশ্চিত নয়। ’
এদিকে, গত বছরের বিতর্কিত নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী থেইন সেইন বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
এর মধ্য দিয়ে ইউনিয়নের পার্লামেন্টে প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্ট, কর্মকর্তা এবং মন্ত্রীসহ মোট ৫৮ জনের শপথগ্রহণ অনুষ্ঠিত।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১