ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনা অথবা যুদ্ধ: দক্ষিণ কোরিয়ার প্রতি উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, মার্চ ৩১, ২০১১
আলোচনা অথবা যুদ্ধ: দক্ষিণ কোরিয়ার প্রতি উত্তর কোরিয়া

সিউল: যুদ্ধ অথবা আলোচনার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বৃহস্পতিবার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

গত বছর উত্তরের টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চিওনান ডুবে যায় এবং ৪৬ জন নাবিকের মৃত্যু হয়।



এছাড়া গত নভেম্বরে ইয়নপিয়ং দ্বীপে উত্তরের গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার চারজন নিহতের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়া উভয় ঘটনার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। এ সময় উত্তর কোরিয়াকে ‘যুদ্ধবাজ উম্মাদ’ বলেও উল্লেখ করে দক্ষিণ কোরিয়া।

তবে উত্তর কোরিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এসব ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আলোচনার প্রস্তাবে দক্ষিণ কোরিয়া উত্তরের প্রতি প্রথমে আগের দুই হামলার ঘটনা মেনে নেওয়ার দাবি জানিয়েছে।

একইসঙ্গে উত্তর কোরিয়া আবারও উস্কানিমূলক সামরিক হামলা চালালে দক্ষিণ কোরিয়া সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে দেশটির পক্ষ থেকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।