ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়া নিয়ে বিশ্বশক্তি বৈঠকে বসছে ১৩ এপ্রিল

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, এপ্রিল ৭, ২০১১
লিবিয়া নিয়ে বিশ্বশক্তি বৈঠকে বসছে ১৩ এপ্রিল

প্যারিস: লিবিয়া সংকট বিষয়ে কাতারের রাজধানী দোহায় আগামী ১৩ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হচ্ছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলেঁ জুপে বৃহস্পতিবার এ তথ্য জানান।

খবর এএফপির।

জুপে বলেন, ফ্রান্স লিবিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আফ্রিকান ইউনিয়নকে দোহায় উপস্থিত রাখার চেষ্টা করছে।

এর আগে গত ২৯ মার্চ লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

লিবিয়ার বিক্ষোভকারীদের পরিবর্তনকামী জাতীয় পরিষদের প্রতিনিধিদের দোহার বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্ব দেন জুপে। তিনি বলেন, ‘আমি ব্রাসেলসে সোমবার গৃহীত পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি’।

জুপে পরিবর্তনকামী জাতীয় পরিষদকে আশ্বাস দিয়ে বলেন, ‘বিদ্রোহীদের সঙ্গে আলোচনার এখনো কিছু দেশের বিরোধিতা এবং তারাই কেবল লিবিয়ার জনগণের প্রতিনিধিত্ব করে না এগুলো জেনেই আমরা পরিষদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ’

বাংলাদেশ সময়: ১৬২৯, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।