প্যারিস: লিবিয়া সংকট বিষয়ে কাতারের রাজধানী দোহায় আগামী ১৩ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হচ্ছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলেঁ জুপে বৃহস্পতিবার এ তথ্য জানান।
জুপে বলেন, ফ্রান্স লিবিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আফ্রিকান ইউনিয়নকে দোহায় উপস্থিত রাখার চেষ্টা করছে।
এর আগে গত ২৯ মার্চ লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
লিবিয়ার বিক্ষোভকারীদের পরিবর্তনকামী জাতীয় পরিষদের প্রতিনিধিদের দোহার বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্ব দেন জুপে। তিনি বলেন, ‘আমি ব্রাসেলসে সোমবার গৃহীত পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি’।
জুপে পরিবর্তনকামী জাতীয় পরিষদকে আশ্বাস দিয়ে বলেন, ‘বিদ্রোহীদের সঙ্গে আলোচনার এখনো কিছু দেশের বিরোধিতা এবং তারাই কেবল লিবিয়ার জনগণের প্রতিনিধিত্ব করে না এগুলো জেনেই আমরা পরিষদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ’
বাংলাদেশ সময়: ১৬২৯, এপ্রিল ০৭, ২০১১