বেইজিং: চীনের বিখ্যাত চিত্রশিল্পী অ্যাই ওয়েইওয়েই-এর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করার কোনো অধিকবার নেই বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বিষয়টিকে অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এর বরাত দিয়ে সিনহুয়া জানায়, ওয়েইওয়েই অর্থসংক্রান্ত অপরাধে আটক করা হয়েছে। তার বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও সাংবাদিকদের কাছে উল্লেখ করেন হং। তবে কী ধরনের অপরাধ তিনি তা জানাননি।
হং আরও বলেন, এই বিষয়ে মানবাধিকার রক্ষা অথবা স্বাধীন মত প্রকাশের কোনো বিষয় নেই। আইন স্বাধীনভাবে নিজ গতিতেই চলবে। এ ব্যাপারে অন্য দেশের এই বিষয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলে সাফ জানিয়ে দেন হং।
এদিকে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো ওয়েইওয়েই-এর মুক্তির দাবি জানিয়েছে। গত রোববার বেইজিং থেকে হংকং যাওয়ার পথে ওয়েইওয়েইকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১