ভ্যালেত্তা: ঝঞ্ঝাবিক্ষুব্ধ লিবিয়া থেকে স্থল, আকাশ এবং নৌপথে হাজার হাজার শরণার্থী পালিয়ে যাচ্ছে বলে রোববার জাতিসংঘ জানিয়েছে। খবর এএফপির।
জাতিসংঘের শরণার্থী কল্যাণ সংস্থা জানিয়েছে, এরই মধ্যে প্রায় এক লাখ অভিবাসি শ্রমিক মিশর এবং তিউনিসিয়ার সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন।
সংস্থাটির হাইকমিশনার আন্তনিও গুটিরেস আন্তর্জাতিক সম্প্রদায়কে লিবিয়ার এই অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, মালটার প্রধানমন্ত্রী লরেন্স গঞ্জি সাংবাদিকদের বলেন, ‘লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে মালটার দ্বীপে এসে ৮৯টি দেশের ৮ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন। ’
গঞ্জি আরও বলেন, শরণার্থী প্রবেশ অব্যাহত থাকলে ইউরোপের সহায়তার প্রয়োজন হবে এবং বিভিন্ন দেশের সঙ্গে এই দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হবে।
চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক গাদ্দাফির অপসারণের দাবিতে গত কয়েকদিনের বিােভে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১