ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন প্রথম বিশ্বযুদ্ধের সর্বশেষ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
চলে গেলেন প্রথম বিশ্বযুদ্ধের সর্বশেষ মার্কিন সেনা

ওয়াশিংটন: প্রথম বিশ্বযুদ্ধের সর্বশেষ প্রবীণ সেনা ফ্রাঙ্ক বাকলেস ১১০ বছর বয়সে রোববার মারা গেছেন। তিনি ওই যুদ্ধে অংশ নিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় নিজের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে।



ফ্রাঙ্ক বাকলেসের পরিবার জানিয়েছে, তিনি পশ্চিম ভার্জিনিয়ার চার্লস শহরের নিজ বাড়িতে রোববার সকালে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

গত ১ ফেব্রুয়ারি বাকলেস তার ১১০ তম জন্মদিন পালন করেন। তার পরিবার জানিয়েছে, গত বছরের শেষদিক থেকে বাকলেসের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।

বাকলেস প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বযুদ্ধের পর তিনি বিদেশি জাহাজে চাকরি করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে বাকলেসকে জাপানি সেনারা আটক করে। তিনি তিন বছরের বেশি বন্দি থাকেন। পরবর্তীতে মার্কিন সেনারা তাকে মুক্ত করে আনে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।