ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হোসনি মোবারকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, ফেব্রুয়ারি ২৮, ২০১১
হোসনি মোবারকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা

কায়রো: মিশরের কৌঁসুলিরা দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার পরিবারের সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খবর আল জাজিরার।



আইনজীবী আবদেল মাগিদ মাহমুদ সোমবার মোবারকের মালিকানাধীন দেশের ভেতরের সব সম্পদ জব্দ করারও আদেশ দেন।

কৌঁসুলিদের কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের পুঞ্জিভূত সম্পদের ব্যাপারে অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

এর আগে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ হোসনি মোবারকের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।

আগের সরকারের মোবারকই সবচেয়ে সিনিয়র নেতা যার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশে-বিদেশে মোবারকের সম্পদের পরিমাণ প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার।

সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিনিধি কায়রো থেকে প্রতিবেদনে জানাচ্ছেন, উন্নয়নের পথে এটা একটা গুরুত্বপূর্ণ পদেক্ষপ।

হোসনি মোবারক গত তিন দশক মিশরের ক্ষমতা আঁকড়ে ছিলেন। দেশব্যাপী সরকার বিরোধী তীব্র বিক্ষোভের মুখে মোবারক তার প্রেসিডেন্ট পদ থেকে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এর আগে গত ২৫ জানুয়ারি দেশজুড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা একই দাবিতে অনড় ছিলেন: মোবারককে সরে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।