নয়াদিল্লি: অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, মূল্যস্ফিতি হ্রাস, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি নিয়ে ২০১১-১২ অর্থ বছরের বাজেট পেশ করেছে ভারত। সোমবার পার্লামেন্টে অর্থমন্ত্রী প্রণব মুখার্জী বাজেট পেশ করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০১২ সালের মধ্যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। যদিও বাজেটে চলতি অর্থবছরে তা প্রক্ষেপণ করা হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ।
তিনি বলেন, পরবর্তী অর্থবছরে (২০১১-১২) মূল্যস্ফিতি কমে যাবে, যা বর্তমানে ৮ দশমিক ৪ শতাংশ। তবে বর্তমান খাদ্যদ্রব্যের মূল্যস্ফিতি (১৭%) এখনো সরকারের উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।
নাগরিকদের জীবনযাত্রার মান স্থিতিশীল রাখতে খাদ্য নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির অঙ্গীকার করেছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশ ক্ষুধা ও অপুষ্টির বোঝা দীর্ঘদিন থেকেই বহন করছে। গরীবরা যাতে সস্তায় খাবার কিনতে পারে সে লক্ষ্যে শিগগির পার্লামেন্টে খাদ্য নিরাপত্তা বিল উত্থাপন করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে সামাজিক খাতে ব্যয় ১৭ শতাংশ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছেন তিনি।
পার্লামেন্টে বাজেট পেশকালে অর্থমন্ত্রী দাবি করেন, দেশে খাদ্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও চলতি হিসাব ঘাটতি সত্ত্বেও অর্থনীতি উল্লেখযোগ্য ভাবে স্থিতিস্থাপকতা দেখিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং সতর্ক করেছিলেন, ভারতের দ্রুত প্রবৃদ্ধি বর্তমান মূল্যস্ফিতির দরুণ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১