ওয়াশিংটন: লিবিয়ায় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সোমবার দাবি করেন, দেশের জনগণ তাকে ভালোবাসে এবং তার সঙ্গে রয়েছে। খবর এএফপির।
তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য বর্হিবিশ্ব চাপ দিচ্ছে বলে অভিযোগ করে গাদ্দাফি বলেন, পশ্চিমা বিশ্ব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
গাদ্দাফি সোমবার বিবিসি টেলিভিশন এবং টাইমস অফ লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,‘আমার দেশের সব জনগণ আমাকে ভালোবাসে। তারা আমাকে রক্ষা করতে প্রয়োজনে জীবন দেবে’।
বিক্ষোভকারীদের ওপর হামলা প্রসঙ্গে গাদ্দাফি বলেন,‘যে কোনো বিচারবুদ্ধি সম্পন্ন ব্যক্তিই তার শত্রুর বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে’।
আল কায়েদার সাহায্য এবং উস্কানিতে জনগণ বিক্ষোভ করছে, এই বিক্ষোভে লিবিয়ার অধিকাংশ মানুষ জড়িত নয় বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট গাদ্দাফি।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ বিশ্বের অন্যান্য দেশ গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে দিয়ে সাধারন মানুষের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য চার দশকেরও বেশি সময় মতা আঁকড়ে থাকা লিবীয় একনায়ক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে সাধারণ জনগণ বিােভ করে আসছে। চলমান সহিংসতা এবং তুমুল বিক্ষোভে গত কয়েক দিনে নিরাপত্তাবাহিনী ও গাদ্দাফির সমর্থকদের হামলায় প্রাণ হারিয়েছে হাজারো মানুষ।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১১