তেহরান: ইরানের নিরাপত্তা বাহিনী বিরোধী দলের দুই প্রভাবশালী নেতা মির হোসেন মুসাভি ও মেহেদি কারুবিকে সোমবার তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এসময় এ দুই নেতার স্ত্রীদেরও গ্রেপ্তার করা হয়।
কারুবির ছেলে বিবিসিকে বলেন, তার বাবাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কোথায় রাখা হয়েছে পরিবারের কেউ তা জানেন না।
এদিকে, ইরানের একটি ওয়েবসাইট জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদেও তেহরানের হেশমাতিয়ে কারাগারে রাখা হয়েছে।
তবে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, ইরানের সরকারি কর্মকর্তারা নাম প্রকাশ না করে দুই বিরোধী নেতাকে গ্রেপ্তারের খবর নাকচ করেছেন।
কর্মকর্তা জানান, মুসাভি ও কারুবিকে গ্রেপ্তার করা হয়নি। তারা নিজ বাড়িতেই আছেন। তাদের কেবল যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১১