লসঅ্যাঞ্জেলেস: হলিউড সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো আবেদনময়ী অভিনেত্রী জেন রাসেল সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
জেনের পরিবার সূত্রে তার মৃত্যুর খরব জানানো হয়েছে বলে একটি শিশু অধিকার সংস্থার প্রধান জানিয়েছেন।
দ্য কোর্ট অ্যাপয়েন্টেড স্পেশাল অ্যাডভোকেটস (সিএএসএ) সংস্থার নির্বাহী পরিচালক কিম ডেভিস বলেন, ‘আমি এদিন সকালে জেনের পুত্রবধূর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিজ বাড়িতে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার চারপাশে ছোট শিশুরা ঘিরে ছিল। ’ সংস্থাটি নির্যাতিত ও অবহেলিত শিশুদের নিরাপদ আশ্রয় দিয়ে থাকে।
এছাড়া তিনি শিশু দত্তকগ্রহণ সংক্রান্ত সংস্থা ওয়ার্ল্ড অ্যাডপশন ইন্টারন্যাশনাল এজেন্সি প্রতিষ্ঠা করেন।
ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা কাউন্টির
তিনি ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেন। তার নিজের কোনো সন্তান নেই, তবে তিনি তিনটি সন্তান দত্তক নেন।
তার অভিনিত ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘দ্য আউটল’ বিশ্বজুড়ে দারুণ সাড়া তোলে। ১৯৪৩ সালে এটি নির্মিত হয়। মার্কিন ধনকুবের হাওয়ার্ড হিউজেস বাদামি চুলের রাসেলকে তাকে এ সিনেমার জন্য সর্বপ্রথম বেছে নেন। এছাড়া জেন রাসেল অভিনিত পেলফেস (১৯৪৮) ও জেন্টলম্যান প্রিফার ব্লন্ডস (১৯৫৩) ব্যাপক সাড়া ফেলে। শেষের ছবিটিতে অভিনয়ে তার সঙ্গে ছিলেন মেরিলিন মনরো।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১১