ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বিক্ষোভকারীদের বিজয়োল্লাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মার্চ ৩, ২০১১
লিবিয়ায় বিক্ষোভকারীদের বিজয়োল্লাস


বেনগাজি: লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ অঞ্চল ব্রেগা নিয়ন্ত্রণে নেওয়ার পর বিক্ষোভকারীরা বিজয়োল্লাসে মেতে উঠেছে। এর আগে ওই এলাকায় তাদের সঙ্গে মুয়াম্মার গাদ্দাফির সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর বিবিসির।

বিবিসির সংবাদদাতা জন সিম্পসন ব্রেগা শহর থেকে জানাচ্ছেন, পুরো শহরটি বিজয়ী মানুষের ভরে গেছে। তারা শূন্যে গুলি ছুড়ছে। গাদ্দাফির সশ্রস্ত্র বাহিনী এসে বিক্ষোভের মুখে এক পর্যায়ে আত্মসমর্পণ করে, পিছু হটে।

এরই মধ্যে কর্নেল গাদ্দাফি জানিয়েছেন, তিনি সর্বশেষ নারী-পুরুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি সতর্ক করে বলেন, পশ্চিমারা লিবিয়ায় আক্রমণ করলে হাজার হাজার মানুষ মারা পড়বে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।