ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক শান্তি নিয়ে শ্যাভেজ-গাদ্দাফির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
আন্তর্জাতিক শান্তি নিয়ে শ্যাভেজ-গাদ্দাফির আলোচনা

কারাকাস: লিবিয়ায় চলমান সংকটের পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন।



যোগাযোগমন্ত্রী আন্দ্রেস ইজারা টুইটার বার্তায় বলেন, ‘গত মঙ্গলবার গাদ্দাফির সঙ্গে শ্যাভেজের আলোচনার বিষয়টি নিশ্চিত। এ সময় গাদ্দাফি লিবিয়ার জন্য শান্তি কমিশনের প্রস্তাব দেন। ’

তবে আলোচনার বিষয়ে ইজারা বিস্তারিত আর কিছু জানাননি। গাদ্দাফির দীর্ঘসময়ের শাসনের অবসানের উদ্দেশ্যে লিবিয়ার জনগণ ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু করে যা এখনও অব্যাহত আছে।

কিন্তু বিক্ষোভকারীদের দমন এবং গৃহযুদ্ধ এড়াতে সোমবার  মিত্র দেশগুলোর সেনা বাহিনীর সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি মিশন গঠনের প্রস্তাব দেন শ্যাভেজ।

তবে দেশটিতে পশ্চিমের কোনো ধরনের মধ্যস্থতা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হবে বলে বিক্ষোভকারীরা সতর্ক করে দেন।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি বাহিনীর বিমান হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র দেশটিতে নো ফাই জোন (উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে শ্যাভেজ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়ায় হস্তক্ষেপের জন্য তাদের তৎপরতাকে বৈধ করার চেষ্টা করছে। ’

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ লিবিয়ার চারপাশে সামরিক ব্যুহ তৈরি করবে, যা মুয়াম্মার গাদ্দাফির বিদায় তরান্বিত করবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।