সান্তিয়াগো: চিলির উত্তরাঞ্চলে গত বছর সান হোসে খনি দুর্ঘটনার জন্য ওই খনিমালিকের ভুলকেই দায়ী করা হয়েছে। বুধবার দেশটির খনি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
খনিমন্ত্রী লরেন্স গলবর্ন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘খনিশ্রমিকদের জন্য নিরাপদ কার্মস্থল ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এদিকে, চিলির প্রেসিডেন্ট সেবস্তয়ান পিনেরা বলেন, এ ঘটনা থেকে সরকার শিক্ষা পেয়েছে কিভাবে খনিশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
২০১০ সালের আগস্ট মাসে চিলির উত্তরাঞ্চলে সান হোসে সোনা ও তামার খনিতে ৩৩ শ্রমিক আটকা পড়েন। দীর্ঘ ৬৯ দিন পর শ্রমিকদের সবাইকে বিশেষ ক্যাপসুল লিফটের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। প্রায় ৭০০ মিটার মাটির নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে যে অভিযান চালানো হয়, তা সমগ্র পৃথিবীর নজর কাড়ে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১