কাবুল: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুই দিনের ঝটিকা সফর করছেন বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বুধবার জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, দেশটির উদ্বাস্তুদের অবস্থা দেখতেই তিনি আফগান সফর করছেন।
জোলি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন।
জাতিসংঘের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযান ২০০২ সালে শুরু হওয়ার পর সীমান্ত অতিক্রম করে লোকজন চলে যায়। তারা আবার আফগানিস্তানে ফিরে আসতে শুরু করেছে।
দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ পালিয়ে পাকিস্তান এবং ইরানসহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়। আর বর্তমানে দেশটিতে ফিরে আসা জনগণের সংখ্যা ৫৫ লক্ষাধিক।
জোলিকে উদ্ধৃত করে সংস্থাটি জানায়, ‘যারা ফিরে আসছেন তারা শুধু আশ্রয় পেলেই হবে না। তাদের বিশুদ্ধ পানি, কর্মসংস্থান, শিশুদের শিক্ষা, চিকিৎসাসহ সব মৌলিক চাহিদা পূরণ করতে হবে। ’
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর এক লাখ ৪০ হাজার সেনা আফগানিস্তানে তালেবান জঙ্গিদের নির্মূল করতে অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১