ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মতো কৃত্রিম শ্বাসনালী প্রতিস্থাপন করলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
প্রথমবারের মতো কৃত্রিম শ্বাসনালী প্রতিস্থাপন করলেন বিজ্ঞানীরা

প্যারিস: বিশ্বের চিকিৎসা জগতে নতুন মাত্রা সংযোজন করেছেন ফ্রান্সের একদল চিকিৎসক। একজন ৭৮ বছর বয়সী ফুসফুস-ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম শ্বাসনালী সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে চিকিৎসকদল।

বিশ্বে ক্যানসারের চিকিৎসায় শ্বাসনালী প্রতিস্থাপনের ঘটনা এটাই প্রথম। খবর এএফপির।

সার্জারির চিকিৎসক এমানুয়েল মার্টিনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, অস্ত্রোপচারের পর রোগী ভালো আছেন। তিনি বলেন, ‘১০ বছরের গবেষণার ফল এই সফল অস্ত্রোপচার। এই ঘটনায় আমরা গর্বিত। ’

প্যারিস আভিসেনে (ইবনে সিনা) হাসপাতালের চিকিৎসকরা দাবি করেন, এই চিকিৎসার মাধ্যমে মরণব্যাধি ক্যান্সারের ছড়িয়ে পড়া বন্ধ করা সম্ভব। ২০০৯-এর ২৮ অক্টোবর তারা এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

এদিকে, অস্ত্রোপচারের মাধ্যমে দূরারোগ্য ফুসফুসের ক্যান্সারের সফল চিকিৎসার বিশদ বিবরণ বিশ্ববাসীকে জানাতে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ০১, ২০১১
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।