বেইজিং: বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে ক্রমেই শক্তিধর হয়ে ওঠা চীন ২০১১ সালে তার প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। খবর বিবিসির।
এ বছর প্রতিরক্ষা বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে নয় হাজার ১৫০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রকৃত অংকটা আরও বেশি। ২০১০-এ চীনের প্রতিরক্ষা বাজে বেড়েছিল ৭ দশমিক ৫ শতাংশ।
চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের আগে এ ঘোষণা আসল। এতে দেশটির কমিউনিস্ট পার্টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করবে।
তবে সম্প্রতি এই বাজেট বাড়ানোর ব্যাপারে চীনের পার্লামেন্টের মুখপাত্র লি ঝাওসিং বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনের প্রতিরক্ষা ব্যয় কম। চীন সবসময়ই এই খাতে ব্যয় কমানোর পক্ষপাতি। ’
চীন সবসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের দিকে ইঙ্গিত করে বলে, দেশটির এ খাতে ব্যয় অত্যন্ত কম।
এ বিষয়ে জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিও এদানো বৃহস্পতিবার বলেন, ‘চীনের সামরিক খাতের আধুনিকায়ন ও এ নিয়ে লুকোচুরি উদ্বেগের বিষয়। ’
বেইজিংভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সামরিক বিশ্লেষক ডানকান ইনেস-কার বলেন, ‘চীনের সামরিক বাহিনী যে প্রতিনিয়তই শক্তিশালী হয়ে উঠছে তার না ভাবার কোনো কারণ নেই। ’ তিনি বলেন, ‘প্রতিপক্ষ শক্তিকে তাক লাগিয়ে দেওয়া মতো করে চীন অগ্রসর হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১১