লন্ডন: ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকসের কাছে গোপন তারবার্তা দেওয়া মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে একজন অতুলনীয় নায়ক হিসেবে অভিহিত করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। খবর এএফপির।
ব্র্যাডলি ম্যানিং (২৩)-এর সমর্থকেরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কুয়ান্টিকো মেরিন কর্পসের কারাগারে একটি নির্জন সেলে তাকে বন্দি রাখা হয়েছে। তবে পেন্টাগন বরাবরই তা অস্বীকার করে আসছে।
ব্রিটেনের আইটিভি নিউজকে অ্যাসাঞ্জ বলেন, ‘১০ মাস ধরে একটি নির্জন স্থানে কোনো বিচার ছাড়াই তাকে আটকে রাখা নির্যাতনের শামিল। ’
ম্যানিংয়ের আইনজীবী ডেভিড কুম্বস স্বীকার করে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তার মক্কেলকে (ম্যানিং) নির্জন কক্ষে বন্দি দেখানো হচ্ছে না। অথচ তাকে চরম নির্মম অবস্থার মধ্যে আটকে রাখা হয়েছে। ’
অ্যাসাঞ্জ বলেন, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হোক আর মিথ্যা হোক, তিনি আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক বন্দি। যদি অভিযোগ সত্যও হয়, তিনি অতুলনীয় নায়ক। ’
উইকিলিকসের এডিটর-ইন-চিফ বলেন, ‘মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন সেখানে কী হচ্ছে, ওই অঞ্চলের ব্যাপারে যেসব তথ্য ফাঁস হয়েছে তারই ফলাফল এটা। ’
ম্যানিংয়ের নির্জন কারাগারে নিয়মিত পরিদর্শনে ডেভিড হাউস আইটিভিকে বলেন, সাবেক এ সেনাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে। তিনি বলেন, ম্যানিংকে দিনে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক ঘণ্টা তার কক্ষের বাইরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
হাউস বলেন, ‘ব্র্র্যাডলি ম্যানিংয়ের মামলার কথা মাথায় রাখলে একটি বিষয় পরিষ্কার হবে আর তা হচ্ছে, নির্জন কক্ষে বন্দি রেখে মানসিক নির্যাতন চালিয়ে জনসম্মুখে তার স্বীকারোক্তি চায়। যুক্তরাষ্ট্রের সরকার তার মিথ্যা স্বীকারোক্তি চায়, যাতে তারা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধরতে পারে। ’
গত বুধবার ব্র্র্যাডলি মানিংয়ের বিরুদ্ধে আরও অভিযোগে আনে মার্কিন সামরিক সেনাবাহিনী। তার বিরুদ্ধে অবৈধভাবে বিশাল সংখ্যক গোপন ফাইল ডাউনলোড ও শত্রুকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১১