বেনগাজি: লিবিয়ার বিক্ষোভকারীদের দখলে থাকা একটি শহরের সরকারি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
বেনগাজির হাসপাতালের স্নায়ু চিকিৎসক ইমাদ তালাহমা বলেন, ‘রাজমা সেনাঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় আমরা আটটি মৃতদেহ গ্রহণ করেছি। এছাড়া আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। ’
এদিকে, শুক্রবার বেনগাজির পাশ্ববর্তী একটি শহরের অস্ত্রভাণ্ডারে সংঘটিত বিস্ফোরণে নিহত ব্যক্তির মোট সংখ্যা ১৯ জন বলে শহরের অন্য দুটি প্রধান হাসপাতাল থেকে জানানো হয়। লিবিয়ার পূর্বাঞ্চলের এ শহরটি বর্তমানে বিরোধীদের দখলে।
বেনগাজিতে বিক্ষোভকারীদের ঘোষিত জাতীয় পরিষদের মুখপাত্র মোস্তফা ঘেরিয়ানি বলেন, ‘এটা অস্ত্রলুণ্ঠন, দুর্ঘটনা বা বিমান হামলা কি না এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তবে কেউ এ সময় কোনো বিমান দেখেননি। ’
‘দুঘটনা কবলিত স্থান থেকে কোনো ব্যক্তিকে জীবিত উদ্ধার করা যাবে বলে আমরা আশা করছি না। ঘটনার সময় স্থানটিতে প্রায় ৪০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে আবাসিক এলাকাসহ বিশাল এলাকাজুড়ে ক্ষতি হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১