ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ: নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, মার্চ ৫, ২০১১
লিবিয়ায় অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ: নিহত ১৯

বেনগাজি: লিবিয়ার বেনগাজি শহরের বাইরে শুক্রবার একটি সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

খবর এএফপির।

বেনগাজির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রধান অস্ত্রভাণ্ডারের ১০ কিলোমিটার অদূরে বসবাসরত অধিবাসীরা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় জানালা থরথর কেঁপে উঠে এবং আকাশে লেলিহান শিখা দেখা যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্সের ছুটোছুটি দেখা যায়।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগতদের বিমান হামলার বিরোধিতা করে আসছে স্থানীয় লোকজন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে গাদ্দাফির সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে।

অধিবাসী আবদাল্লাহ বুবাকর বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিদ্রোহীরা অস্ত্রভাণ্ডারের দিকে চলে আসে। এখান থেকে অস্ত্র নিয়ে তারা তেলের শহর রাসলানুফ দখল করবে বলে জানায়। শুক্রবার রাতে বিদ্রোহীরা দাবি করে, তারা গাদ্দাফির বাহিনীর কব্জা থেকে ওই শহর দখল করেছেন।

তিনি বলেন, ‘দুটি গাড়িতে করে লোকজন এসে জানায়, তারা অস্ত্র নিতে এসেছে। এগুলো রাসলুনুফে নিয়ে যাওয়া হবে। তারা ঘরের ভেতরে করে। এর কয়েক মিনিট পর বেরিয়ে তারা বেরিয়ে গেলে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে, পাঁচ মিনিট পর আরেকটি। ’

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিৎকার চেঁচামেচি, কান্নার রোল শোনা যায়। আল জালা হাসপাতালের একজন তরুণ শ্লোগায় দেয়, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না। ’

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।