ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বিক্ষোভকারীদের প্রথম বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মার্চ ৫, ২০১১
লিবিয়ায় বিক্ষোভকারীদের প্রথম বৈঠক

বেনগাজি: লিবিয়ার বিক্ষোভকারীদের স্বঘোষিত জাতীয় পরিষদ শনিবার এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। দেশটির স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আন্দোলনরত পরিষদের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

পরিষদের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র মোস্তফা ঘেরিয়ানি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘জাতীয় পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক শনিবার সকাল থেকে শুরু হয়েছে। ’ তবে তিনি বৈঠক শুরুর সময় বা স্থান সম্পর্ক কোনো তথ্য জানাননি। এ বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার তা গোপন রাখা হয়েছে। গাদ্দাফি এখনও মানুষ হত্যা করে চলেছেন। ’

সাবেক বিচারমন্ত্রী মোস্তফা আবদেল জলিলকে ৩০ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া এ বিক্ষোভের সময় জলিলই প্রথম ব্যক্তি যিনি গাদ্দাফির চার দশকের ক্ষমতার বিরোধিতা করেন এবং এর প্রতিবাদ হিসেবে পদত্যাগ করেন।  

বিক্ষোভকারীরা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা লিবিয়ার পূর্বাঞ্চলের শহরগুলিতে স্থানীয় পরিষদ গঠনের ঘোষণা দেন। একইসঙ্গে গাদ্দাফি এখনও শক্ত হাতে রাজধানী ত্রিপোলি নিয়ন্ত্রণ করলেও বিক্ষোকারীদের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাধারণ নির্বাচনের আয়োজন করবে বলেও তারা জানান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।