ঢাকা: কিম উং-ইয়ং নামের কোরীয় এ প্রতিভাবানের জন্ম ১৯৬২ সালে এবং বর্তমানে এই গ্রহের সবচেয়ে মেধাবী মানুষ হিসেবে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছেন।
না হওয়ারও কোনো কারণ নেই।
পরবর্তীতে জাপানি টেলিভিশনে কিম চীনা, স্প্যানিশ, ভিয়েতনামি, ট্যাগালোগ, জার্মান, ইংরেজি, জাপানি এবং কোরীয় ভাষায় তার দক্ষতার প্রমাণ দিয়ে গিনেস রেকর্ড বুকে সবচেয়ে মেধাবী হিসেবে জায়গা করে নেন। এতে তার আইকিউ ২১০ এরও বেশি বলে উল্লেখ করা হয়।
তবে এখানেই শেষ নয়। তিন বছর বয়স থেকে ছয় বছর বয়স পর্যন্ত কিম হানইয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অতিথি শিক্ষার্থী ছিলেন।
সাত বছর বয়সে তাকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে আমন্ত্রণ জানানো হয়। আর ১৫ বছরের আগেই তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাই ১৯৭৪ সালে তিনি নাসায় তার গবেষণা কাজ শুরু করেন।
তবে ১৯৭৮ সালে তিনি কোরিয়ায় ফিরে যান এবং পদার্থ বিজ্ঞানের পরিবর্তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি নেন। মেধাবি এ ব্যক্তিকে কোরিয়ার সবচেয়ে সম্মানজনক বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে ২০০৭ সালে চাংবাক জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টারনেট অবলম্বনে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১