ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, মার্চ ৫, ২০১১
মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার শুরু

কায়রো: অর্থ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শনিবার মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির বিচার শুরু হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

খবর বিবিসির।

দুর্নীতি ও সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এরকম কিছুই ঘটেনি। ’

বিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করেন। এর কিছুদিন পর হাবিব আল-আদলিকে গ্রেপ্তার করা হয়।

রাজধানী কায়রোর তাগাম্মু খামেস অঞ্চলের ফৌজদারি আদালতের প্রবেশমুখে কড়া নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়। এখানেই স্বরাষ্ট্র মন্ত্রীর বিচার শুরু হয়েছে।

এদিকে, আদালত চত্বরের বাইরে একদল লোক জড়ো হয়ে হাবিবের মৃত্যুদণ্ড দাবি করে। তারা স্লোগান দেয়, ‘জনতার দাবি, খুনির বিচার হবে। ’

আদলির বিরুদ্ধে কায়রোর তাহরির স্কয়ারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ারও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।