রিয়াদ: সোদি আরবে প্রতিবাদ কর্মসূচী বেআইনি বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অতি রক্ষণশীল সৌদি রাজ্যে পরিবর্তনের দাবিতে এরইমধ্যে বিক্ষোভ কর্মসূচির আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করে জানায়, ‘রাজ্যের বিধিতে নিয়মতান্ত্রিকভাবে সব ধরনের বিক্ষোভ কর্মসূচি, মিছিল ও রাজ্যের প্রতি অনানুগত্য ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। ’
বিবৃতিতে বলা হয়েছে, যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।
গত শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে শিয়া সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ কর্মসূচী পালন করে। তারা দাবি জানিয়েছে, তাদের ধর্মীয় নেতা শেখ তৌফিক আল-আমিরসহ সব বন্দিদের মুক্তি দিতে হবে। এর আগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘বিক্ষোভ দিবস’ আহ্বান করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১