লন্ডন: লিবিয়ার পূর্বাঞ্চলে বিদ্রোহীদের হাতে আটক রয়েছে ব্রিটিশ স্পেশাল এয়ার ফোর্স (এসএএস)-এর আট সদস্য এবং এক নিম্নপদস্থ কূটনীতিক। দৈনিক দ্য সানডে টাইমস এ তথ্য জানিয়েছে।
এ খবরের সত্যতা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এর সত্যতা নিশ্চিতও করছি না বা প্রত্যাখ্যানও করছি না। ’
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও একই ধরনের মন্তব্য করে বলা হয়, ‘স্পেশাল ফোর্স নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ’
এদিকে, বিক্ষোভকারীরা আটক ব্যক্তিদের লিবিয়ার দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজিতে নিয়ে গেছে। লিবিয়ার এক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানায়।
লিবিয়ার বিরোধীদের উদ্দেশ্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে গত মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান।
লিবিয়া থেকে জনগণকে সরিয়ে আনতে এবং মানবিক অভিযানের সাহায্য করতে এরইমধ্যে ২০০ সেনা নিয়োগ দেওয়া হয়েছে বলে শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়াও ২৪ ঘণ্টার নির্দেশে ব্ল্যাক ওয়াচ, তৃতীয় ব্যাটেলিয়ন দ্য রয়েল রেজিম্যান্ট অব স্কটল্যান্ডকে উদ্ধার কাজে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১